বিমান দুর্ঘটনায় মেক্সিকোয় প্রাণ গেল একজনের। আহত হয়েছেন কমপক্ষে আরও ৫ জন। শনিবার (১০ ফেব্রুয়ারি) দেশটির দক্ষিণাঞ্চলীয় একটি সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে।
বলা হচ্ছে, একক ইঞ্জিনের বিমানটি একটি স্কাইডাইভিং কোম্পানির। বাকোচো বিচে জরুরি অবতরনের সময় প্লেনটি দুর্ঘটনার শিকার হয়। এতে সমুদ্র সৈকতের কাছে থাকা একটি কচ্ছপ সংরক্ষিত এলাকায় আছড়ে পড়ে বিমানটি। ঘটনাস্থলেই ষাটোর্ধ্ব এক ব্যক্তির মৃত্যু হয়। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।
আহতদের মাঝে ৪ জন কানাডার এবং একজন মেক্সিকোর নাগরিক। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
/এটিএম/এমএন
Leave a reply