দুই জিম্মিকে উদ্ধারের দাবি ইসরায়েলের

|

উদ্ধারকৃত দুই জিম্মি লুইস হার (বামে) ও ফার্নান্দো সাইমন মারম্যান (ডানে)। ছবি: সিএনএন।

রাফায় অভিযান চালিয়ে দুই জিম্মিকে উদ্ধারের দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। সোমবার (১২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, আইডিএফ জানিয়েছে, উদ্ধার হওয়া দুই জিম্মি বর্তমানে ভালো আছেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

আইডিএফের মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি এক বিবৃতিতে বলেন,  ইসরায়েলের সামরিক বাহিনী রাতভর যৌথ অভিযান চালিয়ে দুই ইসরায়েলি জিম্মিকে উদ্ধার করেছে। তারা হলেন ৬০ বছর বয়সী ফার্নান্দো সাইমন মারম্যান ও ৭০ বছর বয়সী লুইস হার।

প্রসঙ্গত, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলি বসতিতে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। হামাস যোদ্ধারা প্রায় ২৫০ জনকে ধরে নিয়ে যায়।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply