বাংলাদেশের তিন ফরম্যাটে অধিনায়ক শান্ত

|

ছবি: সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগেই সাকিব জানিয়েছিলেন, আসর শেষে আর একদিনও অধিনায়কত্ব করতে চান না। বিশ্বকাপ শেষে বাংলাদেশ দ্বিপাক্ষিক সিরিজ খেললেও চোটের কারণে খেলতে পারেননি সাকিব। তার অনুপস্থিতিতে নিউজিল্যান্ড সিরিজে তিন ফরম্যাটেই বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। এবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয় দলের তিন ফরম্যাটের অধিনায়কত্বের দায়িত্ব পেলেন শান্ত।

সোমবার (১২ ফেব্রুয়ারি) বোর্ড সভার পর এ বছরের মতো শান্তকে অধিনায়ক করার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এতদিন এই দায়িত্ব ছিল সাকিব আল হাসানের কাঁধে। তার চোখের সমস্যা ও অন্যান্য কারণে ‘অ্যাভেইলেবেলেটি’ নিয়ে অনিশ্চয়তা থাকায় শান্তকে বেছে নেয়ার কথা জানিয়েছে বোর্ড।

শান্তর অধিনায়কত্বে দেশের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের ইতিহাস গড়ে বাংলাদেশ। শুধু তাই নয়, দেশের বাইরে গিয়েও নিউজিল্যান্ডকে প্রথমবারের মতো ওয়ানডে ও টি-টোয়েন্টিতে হারিয়ে আসে বাংলাদেশ দল। এমন দারুণ পারফরমেন্সের কারণে অধিনায়ক করা হয় নাজমুল হোসেন শান্তকে। 

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply