ট্রাম্পের বক্তব্য নিয়ে চলছে তোলপাড়

|

সামরিক জোট ন্যাটো নিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য নিয়ে চলছে তোলপাড়। তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ন্যাটো প্রধান। খবর যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম বিবিসির।

গত শনিবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচনী সমাবেশে ট্রাম্প বলেন, সামরিক জোটটিতে যেসব সদস্য দেশ তাদের নির্ধারিত চাঁদা পরিশোধ করবে না, সেসব দেশে হামলা করতে রাশিয়াকে উৎসাহিত করা হবে।

ট্রাম্পের এমন মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন আখ্যা দিয়েছে হোয়াইট হাউস। অন্যদিকে, প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, ট্রাম্পের মন্তব্য ভয়ঙ্কর ও পাগলের প্রলাপ।

সাবেক প্রেসিডেন্টের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ন্যাটো ও ইউরোপীয় কাউন্সিল। ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গ বলেন, ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য আমাদের সকল নিরাপত্তাকে ‘অবমূল্যায়িত’ করেছে। ট্রাম্পের মন্তব্য যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নকে ঝুঁকিতে ফেলতে পারে বলে মনে করেন তিনি।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply