রাফায় সামরিক অভিযানের হুঁশিয়ারি নেতানিয়াহুর

|

যেকোনো সময় রাফায় বড় ধরনের সামরিক অভিযান শুরু করবে ইসরায়েল। এমন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন। সোমবার (১২ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, আমরা খুব শিগগিরই রাফায় স্থল অভিযান শুরু করবো। এ লক্ষ্যে এরইমধ্যে পরিকল্পনা নিয়েছি আমরা। কীভাবে অভিযান চালানো হবে, কারা হবে এর টার্গেট, সেগুলোও ইসরায়েল নির্ধারণ করেছে বলে জানান তিনি।

এর আগে, নেতানিয়াহু বলেছিলেন– যারা বলে, কোনো অবস্থাতেই আমাদের রাফায় প্রবেশ করা উচিত নয়, তারা মূলত যুদ্ধে আমাদের হেরে যেতে বলছে।

প্রসঙ্গত, সোমবার (১২ ফেব্রুয়ারি) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বোমাবর্ষণে রাফা এলাকায় কমপক্ষে ৬৩ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। গত ৭ অক্টোবরের পর ইসরায়েলের চলমান আগ্রাসনে গাজায় প্রাণহানি ছাড়িয়েছে ২৮ হাজার।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply