বাণিজ্যিক জাহাজে হামলা হুতিদের

|

লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। ছবি: ফোর্বস।

ইরান অভিমুখে যাওয়ার সময় একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। সোমবার (১২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, তেহরান বন্দরে যাওয়ার সময় লোহিত সাগরে হয় এই হামলা। ইরানগামী জাহাজে ইয়েমেনি বিদ্রোহীদের হামলার ঘটনা এই প্রথম। এক বিবৃতিতে, নৌযানটিকে ‘স্টার আইরিস’ হিসেবে উল্লেখ করেছে হুতি বিদ্রোহীরা।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, কার্গো জাহাজটি যুক্তরাষ্ট্রের। কিন্তু জাহাজ শনাক্তকারী আন্তর্জাতিক সংস্থাগুলোর দাবি জাহাজটির মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এবং মালিকানা গ্রিসের।

গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ এবং ইয়েমেনে মার্কিন-যুক্তরাজ্যের যৌথ হামলার বিরুদ্ধে সাপ্তাহিক বিক্ষোভে অংশ নেয়া হুথি সমর্থকরা প্রতিশোধ নেবার ইঙ্গিত দিচ্ছে। ছবি: আল জাজিরা।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply