জগন্নাথ হলে দেবি সরস্বতীর আরাধণা, পূজার সাথে বসন্তকে বরণ করতে প্রস্তুত নগরবাসী

|

পূজা-অর্চণার মধ্যে দিয়ে বিদ্যার দেবী সরস্বতীর চলছে আরাধণা। দেশের সবচেয়ে বড় ও নজরকাড়া আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে।

হলের মাঠে সাজানো হয়েছে ৭২টি মণ্ডপ। অবশ্য বরাবরের মতোই সবার আগ্রহ চারুকলা অনুষদের মণ্ডপ ঘিরে। জগন্নাথের পুকুরে বসানো হয়েছে দেবীর বিশালাকার ভাস্কর্য্য। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের মেয়েদের পাঁচটি হলেও রয়েছে পূজার আয়োজন। অবশ্য সব মণ্ডপে সকাল ৯টা নাগাদ শুরু হবে পূজা।

এরপর বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত চলবে অঞ্জলি। বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকেশ্বরী মন্দির, রমনা কালী মন্দিরসহ রাজধানীর সব মন্দিরেই অনুষ্ঠিত হচ্ছে সরস্বতী পূজা। শিশুদের দেয়া হচ্ছে হাতেখড়ি। হিন্দুধর্ম মতে, মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সাদা রাজহাঁসে আহরণ করে দেবী সরস্বতী জগতে আসেন।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply