বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের প্রথম ম্যাচে দুর্দান্ত ঢাকাকে ২৭ রানে হারিয়ে প্লে অফের দৌড়ে বেশ এগিয়ে গেলো ফরচুন বরিশাল। আগে ব্যাট করতে নেমে তামিম ইকবালের দুর্দান্ত অর্ধশতকের পর সাইফউদ্দিনের ঝড়ো ২৩ রানের কল্যাণে ১৮৬ রানের বিশাল পুঁজি পায় বরিশাল। লক্ষ্য তাড়ায় অ্যালেক্স রসের নান্দনিক ৮৯ রানের ইনিংসের পরও বাকি ব্যাটারদের ব্যর্থতায় ১৫৯ রানের বেশি করতে পারেনি ঢাকা। এই জয়ের ফলে ৯ ম্যাচে ৫টি জিতে পয়েন্ট টেবিলের তিনে অবস্থান করছে তামিমের ফরচুন বরিশাল।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বরিশাল। আহমেদ শেহজাদ ও তামিম ইকবালের ৭৬ রানের উদ্বোধনী জুটিতে ভালো সংগ্রহের পথে এগোয় দলটি। এরপর সৌম্য সরকারের ২৮ ও সাইফুদ্দিনের ৬ বলে ২৩ রানের ঝড়ো ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে বরিশালের সংগ্রহ দাঁড়ায় ১৮৬ রান। ঢাকার পক্ষে আলাউদ্দিন বাবু ৩টি ও তাসকিন আহমেদ ২টি উইকেট পান। উভয়েই খরচ করেন ৩০ রান।
জবাবে ১৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১৪ রানে দুই ওপেনারকে হারিয়ে চাপের মুখে পরে ঢাকা। অ্যালেক্স রস এর ৪৯ বলে ৮৯ রান ছাড়া টপ ও মিডল অর্ডারের ব্যর্থতায় নিয়মিত উইকেট হারাতে থাকে ঢাকা। বাকিদের মধ্যে মোহাম্মদ নাঈম, সেন উইলিয়ামস ও তাসকিন আহমেদ ছাড়া কেউই দুই অংকের রানে পৌঁছাতে পারেনি। নির্ধারিত ২০ ওভার শেষে ঢাকার সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১৫৯ রান। বরিশালের পক্ষে মোহাম্মদ সাইফুদ্দিন ও খালেদ আহমেদ পান ৩টি করে উইকেট।
/এমএইচআর/আরআইএম
Leave a reply