যে কেউ যেকোনো কনটেন্ট বানাতে পারবেন না: তথ্য প্রতিমন্ত্রী

|

তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেছেন, ক্লিনফিড ছাড়া যারা ব্যবসা করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। যে কেউ যেকোনো কনটেন্ট বানাতে পারেন না, দেশের প্রচলিত আইনে তা সমর্থন করে না। দেশে ফেসবুক, ইউটিউবসহ সামাজিকমাধ্যমগুলোকে জবাবদিহিতার আওতায় আনা হবে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) নেতাদের সাথে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, সম্প্রচারমাধ্যমের জন্য আলাদা আইন সংসদীয় কমিটিতে আছে, সবার মতামত নিয়ে তা দ্রুত পাশের উদ্যোগ নেয়া হবে। যা গণমাধ্যমে সংবাদ প্রকাশ ও কর্মরতদের সুরক্ষায় কাজে আসবে। গণমাধ্যমকর্মীদের যখন তখন চাকরি থেকে ছাঁটাই করা যাবে না।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply