জার্মানিতে অনুষ্ঠিত হতে যাওয়া মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কির বৈঠক হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তবে এতে রাশিয়ার সঙ্গে সম্পর্কের অবনতি হবে না বলে দাবি করেছেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জার্মানি সফর উপলক্ষ্যে বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাছান মাহমুদ এ কথা জানান।
শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস ইস্যুতেও এ সময় কথা বলেন তিনি। বললেন, ইউনূসের বিচার অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় হচ্ছে। এখানে সরকার কোনো পক্ষ নয়। বঞ্চিত শ্রমিকরা তার বিরুদ্ধে মামলা করেছে। আর বাংলাদেশের বিচারপ্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ।
পররাষ্ট্রমন্ত্রী জানান, মিয়ানমার যেন রোহিঙ্গাদের পূর্ণ অধিকার দিয়ে স্বদেশে ফিরিয়ে নিয়ে যায়, সেই বিষয়টি তুলে ধরা হবে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে। ১৫ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ সম্মেলন।
/এমএন
Leave a reply