‘রোজায় টিসিবির পণ্য দুইবার পাবে স্বল্প আয়ের কোটি পরিবার’

|

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে স্বল্প আয়ের ১ কোটি পরিবারকে ৫টি পণ্য মাসে একবার দেয়া হচ্ছে। তবে রমজানে এসব পণ্য দুইবার দেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। ৫ পণ্যের মধ্যে রয়েছে তেল, চিনি, ছোলা, মসুর ডাল ও খেজুর।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) আয়োজিত সভায় এ কথা জানান তিনি। রোজার সময় সেবার মানসিকতা নিয়ে ব্যবসায়ীদের কাজ করার আহ্বান জানান।

চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্য রক্ষায় সরকার চেষ্টা করছে বলে এ সময় উল্লেখ করেন বাণিজ্য প্রতিমন্ত্রী। ব্যবসায়ীদেরকে সিএসআরের আওতায় শ্রমিকদের মধ্যে নায্যমূল্যে পণ্য বিতরণের উদ্যোগ নিতে আহ্বানও জানান।

আহসানুল ইসলাম টিটু জানিয়েছেন, স্মার্টবাজার ব্যবস্থা চালুর চেষ্টা চলছে। শৃঙ্খলা ফেরাতে খাদ্য, কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে।

আগামী মাস থেকে বস্তার গায়ে ধানের জাত, উৎপাদনের তারিখ ও মূল্য লেখা থাকবে বলেও সভায় জানানো হয়। ভোক্তা অধিদফতর ও বিভিন্ন সংস্থা তা তদারকি করবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply