যমুনাতে খবর প্রচারের পর সড়কের মাঝ থেকে সরানো হলো খুঁটি

|

যমুনা টেলিভিশনে সংবাদ প্রচারের পর সড়কের মাঝ থেকে খুঁটি সরিয়েছে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকাল থেকে এই খুঁটিগুলো অপসারণের কাজ শুরু করে বিদ্যুৎ বিভাগের লোকজন। এদিকে, সংবাদ প্রচারের জন্য যমুনা টেলিভিশনকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।

এর আগে, হবিগঞ্জ-নসরতপুর আঞ্চলিক বাইপাস সড়কের ধুলিয়াখাল ও পাইকপাড়া চৌমুহনী অংশে সড়কের মাঝখানে ৮টি বৈদ্যুতিক খুঁটি রেখেই গত ১০ ফেব্রুয়ারি রাস্তা প্রশস্ত ও সংস্কার কাজ শেষ করে সড়ক বিভাগ। এরপর কয়েকটি দুর্ঘটনাও ঘটে। এতে বিদ্যুৎ ও সড়ক বিভাগের ওপর ক্ষোভ জানান স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ ছিল, সড়কের মাঝখানে খুটি থাকার কারণে টার্নিং নেয়ার সময় প্রায়ই দুর্ঘটনা ঘটতো। বিদুৎ ও সড়ক বিভাগের সমন্বয়হীনতার কারণে রাস্তার মাঝখানে এসব খুটি থেকে যায়।

সরেজমিন দেখা যায়, ধুলিয়াখাল ও পাইকপাড়া চৌমুহনীর বাইপাস সড়কে নতুন করে তৈরী করা হয়েছে ডিভাইডার। কিন্তু রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে পাশাপাশি বড় তিনটি বিদ্যুতের খুঁটি। ফলে, যেকোন গাড়ি টার্নিং নেবার সময় অসতর্ক হলেই ঘটতে পারে দুর্ঘটনা। ইতোমধ্যে বেশ কয়েকটি সিএনজি অটোরিক্সা, মোটরসাইকেল, মাইক্রোবাস এখানে দুর্ঘটনার শিকার হয়েছে বলেও জানা গেছে।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply