বাণিজ্য মেলার সময় বাড়ছে না

|

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৪ শেষ হচ্ছে আগামী মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি)। মেলার সময় বাড়াতে স্টল ও প্যাভিলিয়ন মালিকদের পক্ষ থেকে আবেদন জানানো হলেও তা নাকচ করে দিয়েছে আয়োজক সংস্থা ইপিবি।

মেলার শেষ সময়ে এসে ক্রেতা আকর্ষণের জন্য বিশেষ মূল্য ছাড় দিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। বেশিরভাগ ক্রেতাই দেশীয় পণ্য কিনছেন। তাদের মতে, স্থানীয় পণ্য এখন বিশ্বমানের। বিশেষ করে স্থানীয় ইলেকট্রনিক্স কোম্পানির প্যাভিলিয়নে বেশ ভিড় দেখা যাচ্ছে।

মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, দরদাম করে কেনার পাশাপাশি কেউ কেউ বুকিং-ও দিয়ে যাচ্ছেন। পণ্য সংগ্রহ করছে নিকটস্থ শোরুম থেকে।

এদিকে, মেলায় আসা রফতানিকারক প্রতিষ্ঠানের ব্যবস্থাপকরা বলছেন, বিপুল পরিমাণ রফতানি আদেশ পাচ্ছেন তারা। যোগাযোগ গড়ে উঠছে বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানের সাথে। অপরদিকে, বিক্রয় কর্মীদের ধারণা, গতবারের চেয়ে এবার ব্যবসার পরিমাণ বাড়ছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply