আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগের দুইটি গ্রুপ। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ক্যাম্পাসের সোহরাওয়ার্দী ও আলাওল হলের সামনে এই সংঘর্ষ হয়। বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন সিক্সটি নাইন ও বিজয় গ্রুপের নেতা-কর্মীদের মধ্য এই সংঘর্ষ হয়।
পুলিশ জানায়, কিছুদিন আগে সিক্সটি নাইনের কর্মীরা বিজয় গ্রুপের এক কর্মীকে মারধর করে। আজও সিক্সটি নাইনের কর্মীরা রাশেদ নামে বিজয় গ্রুপের আরেক কর্মীকে মারধর করলে ক্যাম্পাসে উত্তেজনা ছড়ায়। একপর্যায়ে বাধে সংঘর্ষ। পরে পুলিশ গিয়ে দু’পক্ষকে সরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন সিক্সটি নাইন সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত। আর বিজয় গ্রুপ শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী।
/এনকে
Leave a reply