সরকার গঠনে সুর নরম ইমরানের, প্রস্তুত আলোচনায়!

|

কেন্দ্রীয় সরকার গঠনের তাগিদে সুর কিছুটা নরম করেছেন পিটিআই প্রধান ইমরান খান। তিনি পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সাথে আলোচনা করতে প্রস্তুত বলে দলীয় সূত্রে জানা গেছে।

জানা গেছে, কারাবন্দী ইমরান খান পিপিপির সঙ্গে কথা বলতে ‘প্রস্তুত’। দুই রাজনৈতিক দলের মধ্যে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে। পাশাপাশি সরকার গঠনের বিষয়ে পিটিআই ও পিপিপির মধ্যে আলোচনার জন্য একটি কমিটি গঠন করা হবে।

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ৮ ফেব্রুয়ারির নির্বাচনে পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েও সরকার গঠন করতে পারছে না। দলটি সরকার গঠনের জন্য পিপিপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোট করতে চাইছে।

এছাড়াও জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজল, আওয়ামী ন্যাশনাল পার্টি, জামায়াত-ই-ইসলামিসহ অন্যান্য জাতীয়তাবাদী দলগুলোরর মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে আলোচনার পরিকল্পনা করছে পিটিআই। উল্লিখিত দলগুলো নির্বাচনে কথিত কারচুপির বিরুদ্ধে প্রতিবাদ করছে৷

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply