‘ড. ইউনূসের সম্পত্তি লুট হয়, আর সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?’

|

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের সম্পত্তি যেখানে লুট করা হয়, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়, এমন প্রশ্ন তুলেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

ব্যাংক ও অর্থ পাচারের প্রতিবাদে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে বিক্ষোভকালীন এ প্রশ্ন ছুড়ে দেন তিনি। বললেন, নিত্যপণ্যের দাম কমাতে সিন্ডিকেট ভেঙে দেয়ার মতো ক্ষমতা সরকারের নেই। আওয়ামী লীগ সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

বিক্ষোভে যোগদান করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সরকারের ভাড়াটে হিসেবে পরিণত হয়েছে। সরকার নানাভাবে ঋণ খেলাপীদের প্রশ্রয় দিয়েছে।

লুট-পাচার হওয়া টাকা ফেরত আনতে সরকার ব্যর্থ উল্লেখ করে তিনি আরও বলেন, গুম, ভয় দেখিয়ে চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকার স্বপ্ন দেখছে সরকার।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply