ছেলে সুস্থ ছিল, কোনো সমবেদনা চাই না: নাভালনির মা

|

অ্যালেক্সেই নাভালনি। ছবি- ফাইল

কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন রাশিয়ার বিরোধী দলীয় নেতা ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত অ্যালেক্সেই নাভালনি। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রুশ কর্তৃপক্ষ।

নাভালনি অসুস্থ হয়ে মারা গেছেন বিষয়টি মানতেই পারছেন না তার মা লিউডমিলা। এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ১২ ফেব্রুয়ারি শেষবার তার সাথে দেখা হয়েছে। তখন নাভালনি ‘জীবিত, সুস্থ এবং সুখী’। এ ঘটনায় তিনি কারও কোনো সমবেদনা শুনতে চান না বলেও লেখেন।

২০২১ সাল থেকেই কারাবন্দি রয়েছেন নাভালনি। তিনি প্রেসিডেন্ট পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত। পুতিনের প্রতিদ্বন্দ্বীও ভাবা হতো তাকে। উগ্রপন্থায় উসকানি এবং অর্থায়নের অভিযোগে ২০২৩ সালে ১৯ বছরের কারাদণ্ড দেয়া হয় নাভালনিকে। সবশেষ পেনাল কলোনি নামে সাইবেরিয়ার একটি কারাগারে নাভালনিকে বন্দি রাখা হয় তাকে।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply