সাইবার আক্রমণের শিকার ৩ কোটি ফেসবুক ব্যবহারকারী

|

নতুন করে সাইবার আক্রমণের শিকার হয়েছে প্রায় তিন কোটি ফেসবুক ব্যবহারকারী। এক ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে বন্ধু-তালিকার অন্যান্যরা; সেখান থেকে তাদের বন্ধু-তালিকায় থাকা বাকিদের অ্যাকাউন্টে গোপনে প্রবেশ করে তথ্য চুরি করেছে হ্যাকাররা।

শুক্রবার ফেসবুক কর্তৃপক্ষ জানায়, দেড় কোটি ব্যবহারকারীর জন্মতারিখ, কর্মক্ষেত্র, শিক্ষাগত যোগ্যতা, ধর্ম বিশ্বাস, ফেসবুক হিস্ট্রি, লোকেশন চেক-ইনসহ বিভিন্ন তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। বাকি দেড় কোটি ব্যবহারকারীর কেবল নাম আর বন্ধু-তালিকা উন্মুক্ত হয়েছে।

কী ধরনের তথ্য চুরি হয়েছে, ভুক্তভোগীদের বার্তা দিয়ে তা জানিয়ে দেবে ফেসবুক। ‘ফিসিং অ্যাটাক’ পদ্ধতিতে একাজ করেছে হ্যাকাররা। এর সাথে জড়িতদের ব্যাপারে কিছু জানা যায়নি।

দু’সপ্তাহ আগে ‘ভিউ অ্যাজ’ ফিচারের মাধ্যমে পাঁচ কোটি ব্যবহারকারীর তথ্য চুরি যাওয়ার কথা জানায় প্রতিষ্ঠানটি।

চলতি বছর ১০ কোটি ব্যবহারকারীর চুরি যাওয়া তথ্য রাজনৈতিক উদ্দেশ্যে অপব্যবহারের অভিযোগ ওঠে ফেসবুক ও পরামর্শক প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালিটিকার বিরুদ্ধে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply