কারাগারে রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সেই নাভালনির মৃত্যুর ঘটনায় বিক্ষোভ হয়েছে দেশটির বিভিন্ন স্থানে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) মস্কো, সেন্টপিটার্সবার্গসহ রাশিয়ার বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা।
এ সময় রাশিয়ার বিরোধী দলীয় নেতার মৃত্যুর জন্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দায়ী করেন তারা। পুতিনকে হত্যাকারী আখ্যা দিয়ে র্যালি করা হয় রাশিয়ার বিভিন্ন স্থানে।
এসব বিক্ষোভ প্রতিবাদে বাধা দেয় নিরাপত্তা বাহিনী। এ সময় আন্দোলনকারীদের সাথে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ব্যাপক সংঘর্ষ হয়। ধরপাকড় চালানো হয় পুতিন বিরোধীদের ওপর। গ্রেফতার করা হয় অনেককে।
/এমএইচ
Leave a reply