‘দিল্লি চলো’ কর্মসূচি ঘিরে এখনও উত্তপ্ত পাঞ্জাব হরিয়ানার শম্ভু সীমান্ত

|

ভারতে ৫ম দিনের মতো চলছে কৃষক আন্দোলন। ‘দিল্লি চলো’ কর্মসূচি ঘিরে এখনও উত্তপ্ত পাঞ্জাব হরিয়ানার মধ্যবর্তী শম্ভু সীমান্ত। কৃষকদের রাজধানীতে প্রবেশ ঠেকাতে ব্যাপক কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থায়।

শনিবার (ফেব্রুয়ারি) পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংসহ বিজেপির তিন জেষ্ঠ্য নেতার বাড়ির সামনে ধর্না দেয়ার কর্মসূচি পালন করছে ভারতী কিষান ইউনিয়ন।

শস্যের ন্যুনতম সহায়ক মূল্য বা এমএসপি নির্ধারণসহ বেশকিছু দাবিতে শুক্রবার দিনব্যাপী ভারতজুড়ে ‘গ্রামীন বনধ’ পালন করে আন্দোলনকারীরা। সবধরণের কৃষিকাজ বন্ধ রাখে কৃষকরা। এদিন শাম্ভু সীমান্তে কৃষকদের সাথে আরেক দফা সংঘর্ষ হয় পুলিশের। আন্দোলন থামাতে এরই মধ্যে কৃষকদের সাথে তিন দফা আলোচনায় বসেছেন কেন্দ্রের প্রতিনিধি দল। পরবর্তী বৈঠকের দিন নির্ধারিত হয়েছে রবিবার। সে পর্যন্ত দিল্লি অভিমুখে পদযাত্রা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন কৃষক নেতারা।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply