কক্সবাজার করেসপনডেন্ট:
কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাট দিয়ে গুলিবিদ্ধ এক নারীসহ পাঁচ রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা করছেন। তবে তাদের নাফ নদীতেই আটকে রেখেছে বিজিবি সদস্যরা। শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিলে একটি নৌকায় টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাটে পৌঁছান তারা।
স্থানীয়রা জানান, ওই নৌকায় যে ৫ জন রয়েছেন, তাদের একজন নারী, বাকি ৪ জন পুরুষ। নারীটি গুলিবিদ্ধ বলে জানা গেছে। বিজিবি সদস্যরা নৌকাটি ঘিরে অবস্থান নিয়েছেন। তাদের ফেরত পাঠানোর চেষ্টাও করা হচ্ছে।
শাহপরীর দ্বীপ জেটিতে মাছ ধরতে যাওয়া কয়েকজন যুবক জানান, জেটিতে তারা বড়শি দিয়ে মাছ ধরছিলেন। এসময় একটি নৌকা জেটিতে আসে। নৌকায় একজনকে শুয়ে থাকতে দেখা যায়। পরে বুঝতে পারেন, তারা রোহিঙ্গা। খবর পেয়ে বিজিবি সেখানে পৌঁছে নৌকাটি ঘিরে ফেলে। নৌকায় গুলিবিদ্ধ নারীর হাতে স্যালাইন লাগানো বলেও জানান তারা।
এ বিষয়ে সাবরাং ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম ঘটনার সত্যতা স্বীকার করেন। বলেন, বিজিবি সদস্যরা তাদের ঢুকতে দিচ্ছেন না।
তবে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত বিজিবির কোনো বক্তব্য পাওয়া যায়নি।
/এএস
Leave a reply