শরীফুলের প্রশংসায় সাবেক গুরু ডোনাল্ড

|

ফাইল ছবি

বাংলাদেশ জাতীয় দলের সাথে অ্যালান ডোনাল্ডের সম্পর্ক শেষ হয়েছে তিনমাস হতে চলেছে। বাংলাদেশ অধ্যায় শেষে নিজ দেশের ক্লাবে কোচিং করাচ্ছেন এই প্রোটিয়া কিংবদন্তি। তবে এখনও তার টাইগার শিষ্যদের খোঁজখবর ঠিকই রাখছেন তিনি। ভালো পারফর্ম করলে উৎসাহও দিচ্ছেন।

তারই একজন শিষ্য শরীফুল ইসলাম। চলতি বিপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি এই বাঁহাতি। দুর্দান্ত ঢাকা টানা ১১ ম্যাচ হেরে টেবিলের তলানি থেকে বিদায় নিলেও ঠিকই দ্রুতি ছড়িয়েছেন এই পেসার। ১২ ম্যাচ খেলে শিকার করেছেন ২২ উইকেট। ১৫ দশমিক ৮৬ গড়ে তিনি এই উইকেট শিকার করেন। টুর্নামেন্টে ১৫ উইকেট নিয়ে তালিকার দুইয়ে রয়েছেন শেখ মেহেদী হাসান। যদিও তিনি শরীফুলের চেয়ে ১৬ ওভার কম বল করেছেন।

শরীফুলের এমন পারফরম্যান্সে খুশি তার সাবেক গুরু অ্যালান ডোনাল্ড। বিপিএলে ঢাকার জার্সি পরা শরীফুলের একটি ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন ডোনাল্ড। তাতে লেখেন, এই তরুণ শরিফুল ইসলামের এত চমৎকার বোলিং দেখে ভালো লাগছে। এই বছর বিপিএল টুর্নামেন্টে এখন পর্যন্ত ২২ উইকেট নিয়েছে সে। সবশেষ শুভকামনা জানিয়ে লেখেন, উইকেট শিকার চলুক তোমার।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply