২০ কোটি টাকা নিয়ে পালানোর সময় সমবায় সমিতির পরিচালক আটক

|

সিনিয়র করেসপনডেন্ট, নওগাঁ:

গ্রাহকের ২০ কোটি টাকার সঞ্চয় আত্মসাৎ করে পালিয়ে যাওয়ার সময় নওগাঁর ডলফিন সমবায় সমিতির নির্বাহী পরিচালককে আটক করেছে র‍্যাব। আটককৃত ওই ব্যক্তির নাম আব্দুর রাজ্জাক। টাকা আত্মসাৎ করে তিনি দুবাই পালিয়ে যাচ্ছিলেন।

রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নওগাঁ সার্কিট হাউজে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান র‍্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনিব ফেরদৌস। বলেন, নওগাঁ সদর উপজেলার ফতেপুর বাজারে ২০১৩ সালে ডলফিন সমবায় সমিতি নামে একটি প্রতিষ্ঠান খুলে অধিক মুনাফার প্রলোভনে প্রায় ২০ কোটি টাকা হাতিয়ে নেয় আব্দুর রাজ্জাক ও তার কয়েকজন সহযোগী। কয়েকদিন আগে হঠাৎ করেই সংস্থারটির পরিচালক আব্দুর রাজ্জাক অফিসে তালা ঝুলিয়ে উধাও হয়ে যান।

গ্রহকদের অভিযোগের ভিত্তিতে র‍্যাব-৫ ও র‍্যাব-১১ যৌথ অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে আব্দুর রাজ্জাককে আটক করে। পরে রাজ্জাকের বোন, স্ত্রী ও সংশ্লিষ্ট ৬ জনকে আটক করা হয়। সমবায় আইন লঙ্ঘন করে তারা সমিতি পরিচালনা করছিলেন।

আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে বলে জানিয়েছেন র‍্যাব কর্মকর্তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply