বিকল্প বাজারে পোশাক রফতানিতে ভালো করছে বাংলাদেশ। এই বাজারে চলতি বছরে রফতানির পরিমাণ ৯ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান।
রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে হেরিটেজ ফেস্টিভ্যাল নিয়ে প্রেস ব্রিফিং করেন তিনি। জানান, এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণ হলেও ডব্লিউটিও’র নিয়ম অনুযায়ী পরের ৩ বছর সব বাণিজ্য সুবিধা পাবে বাংলাদেশ। এ বিষয়ে ইতোমধ্যে সবুজ সংকেত দিয়েছে অস্ট্রেলিয়া। তবে, এসব সুবিধা ৬ বছর বহাল রাখার পক্ষে বিজিএমই।
ফারুখ হাসান জানান, দেশের পোশাক খাত নিয়ে বিদেশি গণমাধ্যমে নেতিবাচক সংবাদ প্রচার হচ্ছে। অথচ, আগের যেকোনো সময়ের চেয়ে পোশাক খাত ভালো অবস্থানে আছে। পশ্চিমা দেশে পোশাক রফতানি বাড়াতে কূটনৈতিক তৎপরতা জোরদারের দাবিও তুলেন তিনি।।
/এমএন
Leave a reply