পাপুয়া নিউগিনিতে দুটি নৃগোষ্ঠীর ভয়াবহ সংঘর্ষ, নিহত ৬৪

|

দেশটির উত্তরাঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে প্রশাসন। ছবি: বিবিসি।

প্রশান্ত মহাসাগরীয় দেশ পাপুয়া নিউগিনির দুটি নৃগোষ্ঠীর সংঘর্ষে নিহত কমপক্ষে ৬৪ জন। সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করে দেশটির পুলিশ বিভাগ। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ভয়াবহ এই সংঘর্ষে আহত হয় কয়েকশ’ মানুষ। তবে প্রাণহানি বাড়ার আশঙ্কা রয়েছে। পুলিশের দাবি, দেশের উত্তরাঞ্চলে রোববার থেকে ছড়ায় এ সংঘাত। যা সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী। হামলাকারীদের একপক্ষ কালো পোশাকে ছিলো। অন্যরা গেরিলা যোদ্ধার পোশাকে ছিলেন। তাদের হাতে ‘এ কে-৪৭’, ‘এম-৪’র মতো অস্ত্র ছিলো। তাছাড়া, প্রচলিত তীর-ধনুক-বল্লম নিয়েও আক্রমণ চালায় হামলাকারীরা।

সোমবার স্থানীয় সময় সকাল থেকে অঞ্চলটিতে জারি করা হয় জরুরি অবস্থা। তারপরই, মরদেহ উদ্ধারে নামে পুলিশ সদস্যরা। ঝোপঝাঁড়, পার্বত্য এলাকা থেকে খুঁজে পাওয়া যায় দেহাবশেষ। তাছাড়া, বিপুল পরিমাণ অস্ত্রও উদ্ধার করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে, অঞ্চলটিতে সেনা মোতায়েন করা হয়েছে।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply