অসামাজিক কর্মকাণ্ডের দায়ে বহিষ্কৃত স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেফতার ৩

|

স্টাফ করেসপনডেন্ট, রংপুর:

ভাড়া ফ্ল্যাটে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কৃত স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ আরও ২ জনকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)।

গ্রেফতারকৃতরা হলেন নীলফামারীর চাঁদখানা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি আব্দুল বারেক। বিদ্রোহী প্রার্থী হিসেবে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেয়ায় দল থেকে বহিষ্কার হন তিনি। গ্রেফতারকৃত অপর দু’জন হলো নারী।

রংপুরেরর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতাসিম বিল্লাহ জানান, মহানগরীর বিভিন্ন মহল্লায় ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে অনৈতিক কর্মকাণ্ড করে আসছিল বিভিন্ন চক্র। বিষয়টি আমরা অনুসন্ধানে রেখেছিলাম।

তিনি আরও জানান, সোমবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে এ রকম একটি খবর পেয়ে নগরীর সরদারপাড়া মহল্লায় অভিযান চালায় পুলিশ। এ সময় একটি ফ্ল্যাট থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতের মাধ্যমে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে কারাগারে পাঠানো হয়েছে।

/এমএইচআর/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply