রাজবাড়ীতে ভুয়া দাঁতের ডাক্তার গ্রেফতার

|

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী জেলা সদরের কোলারহাট বাজার থেকে মোঃ নুরুল ইসলাম রনি (৩০) নামে এক ভুয়া দাঁতের ডাক্তার কে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (১৩ অক্টোবর) দুপুর সোয়া ১২ টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রনি রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার কলকলিয়া গ্রামের মোঃ হোসেন আলী বিশ্বাসের ছেলে।

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. রইছ উদ্দিন জানান, এইচএসসি পাস করা রনি নিজেকে দন্ত বিশেষজ্ঞ ডা. পরিচয় দিয়ে কোলারহাট বাজারে ‘বিশ্বাস ডেন্টাল কেয়ার নামক’ একটি চেম্বার খুলে দাঁতের চিকিৎসার নামে প্রতারণা করে আসছিলো। সে প্রেসক্রিপশন ও ভিজিটিং কার্ডে নিজের নামের আগে ডা. এবং পরে ‘এইচ.ডি.আই.ডি’ ডিগ্রিধারী দন্ত বিশেষজ্ঞ লিখে নিজেকে পরিচয় দিতেন। কিন্তু এই নামে কোনো চিকিৎসা বিষয়ক ডিগ্রি নেই।

কয়েকজন ভুক্তভোগী রোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার দুপুরে কোলারহাট বাজারে রনির চেম্বারে অভিযান চালানো হয়। এসময় রোগীদের সঙ্গে চিকিৎসার নামে প্রতারণা করা অবস্থায় রনিকে হাতেনাতে আটক করা হয়। এছাড়া তার চেম্বার থেকে বিপুল পরিমান ভিজিটিং কার্ড, প্রেসক্রিপশন ও দন্ত চিকিৎসার কাজে ব্যবহৃত চিকিৎসা সরঞ্জাম জব্দ করা হয়।

ভুয়া ডাক্তার রনিকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করে র‌্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে একটি মামলা করা হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply