সাউথ-ইস্ট-এশিয়ান গেমসকে সামনে রেখে ব্যাপক সন্ত্রাসবাদ বিরোধী অভিযান চালাচ্ছে মালয়েশিয়া। সোমবারও দেশজুড়ে অভিযানে আটক হয় অন্তত ৪শ জন। অবশ্য জিজ্ঞাসাবাদের পর কাগজপত্র ঠিক থাকায় ছেড়ে দেয়া হয়েছে ২৭৫ জনকে।
আটককৃতদের বেশিরভাগ বাংলাদেশি, ভারত ও পাকিস্তানের নাগরিক। দিনভর নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজধানী কুয়ালামপুরসহ অনেক শহরে তল্লাশি চালায় পুলিশ। জব্দ করা হয় ভুয়া পাসপোর্ট তৈরির বেশ কিছু সরঞ্জাম। পুলিশ বলছে, চলতি মাসের মাঝামাঝি দেশটিতে অনুষ্ঠেয় এসইএ গেমসে আগতদের নিশ্ছিদ্র নিরাপত্তার জন্যেই চলছে সাড়াশি অভিযান।
আগস্টের মাঝামাঝি হতে যাওয়া ক্রীড়া আসরে অংশ নেবে ১১টি দেশ। রোববার রাতের অভিযানেও অন্তত ২শ বাংলাদেশীকে আটকের খবর দিয়েছে ইমিগ্রেশন পুলিশ।
/আরএএম
Leave a reply