কেন্দ্রীয় সরকার গঠনের ঘোষণা দিলো পিএমএল-এন ও পিপিপি

|

অবশেষে পাকিস্তানে সরকার গঠনে ঐকমত্যে পৌঁছেছে পিএমএল-এন ও পিপিপি। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় সরকার গঠনের ঘোষণা দেন, পিপিপি’র চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। এক প্রতিবেদনে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার রাতে, জারদারির বাসভবনে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, পার্লামেন্টে প্রয়োজনীয় ম্যাজিক ফিগার অর্জন করেছেন তারা। নতুন সরকারের প্রধানমন্ত্রী হবেন পিএমএল-এন নেতা শাহবাজ শরিফ। দুই দলের পক্ষ থেকেই প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করা হয়েছে পিপিপি’র কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারিকে।

সংবাদ সম্মেলনে শাহবাজ শরিফ বলেন, পিটিআই সমর্থিত প্রার্থীদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য বলা হলেও ব্যর্থ হয়েছে তারা। পাকিস্তানে গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো দল। সর্বোচ্চ ৯২ আসন পেয়েছে পিপিপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। ৭৯ ও ৫৪ আসন নিয়ে ২য় ও ৩য় অবস্থান পায় পিএমএল-এন ও পিপিপি।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply