বাংলাদেশ-ভারত সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

|

নো ম্যানস ল্যান্ডের অস্থায়ী শহীদ মিনারে দু'দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে ফুল ও শ্রদ্ধা নিবেদন।

স্টাফ করেসপনডেন্ট, বেনাপোল:

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুই বাংলার ভাষাপ্রেমীদের মিলনমেলা বসে বাংলাদেশ-ভারত সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে। বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে বেনাপোল সীমান্তের আন্তর্জাতিক চেকপোস্টে দু’দেশের শত শত বাঙালী ও স্থানীয় জনপ্রতিনিধিদের অংশগ্রহণে এই অনুষ্ঠান হয়।

সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে উপস্থিত জনতা ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এবং ভারতের পক্ষে পশ্চিমবঙ্গ বিধানসভার বনগাঁর বিধায়ক নারায়ণ গোস্বামী।

ভারতের পক্ষে শহীদ বেদীতে আরও ফুল দেন উত্তর-২৪ পরগনা জেলা পরিষদের সভাপতি বীণা মন্ডল, বনগাঁর সাবেক এমপি মমতা ঠাঁকুর, সাবেক বিধায়ক সুরজিত বিশ্বাস, হাবড়া পৌরসভার মেয়র নারায়ণ সাহাসহ অনেকে।

বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন যশোরের শার্শা উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক, ইউএনও নয়ন কুমার রাজবংশী, বেনাপোল পৌরসভার মেয়র নাসির উদ্দিন, পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত, বিজিবি ক্যাম্পের কমান্ডার মিজানুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

উল্লেখ্য, অনুষ্ঠান শেষে বাংলাদেশ-ভারত উভয় দেশ থেকেই মিষ্টি পাঠানো হয় প্রতিবেশী দেশের জনসাধারণের জন্য। জাতিগত ও ভাষার মেলবন্ধনে এই সম্প্রীতি সামনের দিনগুলোতে আরও বাড়বে বলে প্রত্যাশা করেন দু’ দেশের মানুষ।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply