মুন্সিগঞ্জের লৌহজংয়ের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর নামফলক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি পদ্মা সেতু প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেন। রোববার বেলা ১১টার সময় প্রধানমন্ত্রী বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে মুন্সিগঞ্জের লৌহজংয়ে পৌঁছান। এরপর প্রধানমন্ত্রী সেখানে সুইচ টিপে পদ্মা সেতুর নামফলক উন্মোচন করেন। একই স্থানে একটি সুধি সমাবেশে যোগ দেন তিনি।
সফরে পদ্মাসেতু রেল সংযোগসহ চারটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন তিনি। বিকেলে মাদারীপুরে শিবচরের কাঁঠালবাড়ি ঘাটে আওয়ামী লীগের জনসভায় বক্তব্য রাখবেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। শেখ হাসিনাকে স্বাগত জানাতে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে চারপাশ। বিরাজ করছে উৎসবের আমেজ। এরইমধ্যে শেষ হয়েছে পদ্মা সেতু প্রকল্পের কাজ প্রায় ৬০ ভাগ কাজ।
Leave a reply