মেধাহীন জাতি গঠনে তৎপর সরকার: রিজভী

|

সরকার দেশকে ভিনদেশী ভাষা এবং সংস্কৃতির পরিমণ্ডলে পরিণত করেছে এমন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, মেধাহীন জাতি গঠনে তৎপর সরকার। দখলদারিত্ব ও আধিপত্য বজায় রাখার জন্য সরকার নানা ধরনের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সরকারের গণবিরোধী নীতি বাস্তবায়নের জন্য, তাদের পছন্দসই জনবল নিয়োগ করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, পাঠ্যপুস্তকে ভিনদেশী চেতনা প্রকাশ করা হচ্ছে। অভিযোগ করেন, পাঠ্যবইয়ে ভারতীয় সংস্কৃতি, পোষাক পরিচ্ছদ, নাটকের অর্ন্তভূক্তি হচ্ছে। সরকার জেনে-বুঝে বাংলা ভাষা সাহিত্য এবং শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করছে বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে রিজভী জানান, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি রাজপথে আছে, ছিল ও থাকবে। ষড়ষন্ত্রকারী এবং দেশবিরোধীদের রুখে দেয়াই বিএনপির মূল্য লক্ষ্য বলেও হুঁশিয়ারি দেন তিনি।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply