এডেন উপসাগরে ব্রিটিশ জাহাজ আইসল্যান্ডারে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতি। পাশাপাশি, ইসরায়েলি ভূখণ্ডেও মিসাইল ছুঁড়েছে গোষ্ঠীটি। মার্কিন একটি যুদ্ধজাহাজেও হামলার দাবি তাদের। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিবিএস নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, এসব হামলার তথ্য জানিয়েছে হুতির মুখপাত্র ইয়াহিয়া সারে। এক বিবৃতিতে সারে বলেছেন, ফিলিস্তিনিদের সমর্থনে ও ইয়েমেনের ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের আগ্রাসনের জবাবে, তাদের সশস্ত্র বাহিনী তিনটি সামরিক অভিযান পরিচালনা করেছে।
তিনি আরও বলেন, ইসরায়েলের বিভিন্ন স্থাপনা ও ইলাট এলাকায় মিসাইল ছুড়েছে হুতির ক্ষেপণাস্ত্র বাহিনী। এছাড়াও নৌ বাহিনী এডেন উপসাগরে ব্রিটিশ জাহাজ আইসল্যান্ডারে হামলা চালিয়েছে। পাশাপাশি লোহিত সাগরে মার্কিন ডেস্ট্রয়ার লক্ষ্য করেও চালানো হয়েছে হামলা।
\এআই/
Leave a reply