নাভালনিকে ৩ ঘণ্টায় দাফনের চেষ্টা, শর্তে রাজি নয় মা

|

অ্যালেক্সেই নাভালনি। ছবি: বিবিসি।

রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনিকে তড়িঘড়ি গোপনে সমাহিত করার প্রস্তাব দেয়া হয় তার মা লিয়ুডমিলাকে। সময় বেঁধে দেয়া হয় মাত্র তিন ঘণ্টা। শনিবার (২৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গোপন দাফনে সম্মত হতে সময় বেঁধে দেয় রুশ কর্তৃপক্ষ বলে অভিযোগ করেছেন নাভালনির মুখপাত্র। শর্ত দেয়া হয়, নির্ধারিত সময়ের মধ্যে রাজি না হলে, আর্কটিকের কারাগারেই কবর দেয়া হবে বিরোধী নেতাকে। তবে রুশ প্রশাসনের শর্তে রাজি হননি লিয়ুডমিলা।

এর আগে, নাভালনির মা অভিযোগ করেন, ছেলের মৃত্যুর সার্টিফিকেটে জোরপূর্বক তার স্বাক্ষর আদায় করা হয়। সেখানে লেখা ছিল, স্বাভাবিক মৃত্যু হয়েছে নাভালনির।

গত ১৬ ফেব্রুয়ারি, আর্কটিকের কারাগারে বন্দি অবস্থায় মৃত্যু হয় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সেই নাভালনির। ২০২০ সালের আগস্টে বিষপ্রয়োগের শিকার হয়েছিলেন তিনি।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply