গাজায় বন্ধ হলো ইউএনআরডাব্লিউএ’র কার্যক্রম

|

গাজায় আর মানবিক সহায়তা দিতে পারছে না জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থা ইউএনআরডাব্লিউএ। এমনটিই জানিয়েছেন সংস্থাটির একজন আঞ্চলিক মুখপাত্র। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, পর্যাপ্ত তহবিলের অভাবে গাজায় কার্যক্রম বন্ধ করতে হচ্ছে সংস্থাটিকে। এর আগে, ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে গাজার অভিযানে সংস্থাটির কয়েকজন কর্মী সহায়তা করেছে ওঠে এমন অভিযোগ।

পরে, গাজায় সংস্থাটির সদর দপ্তরের নীচে হামাসের একটি টানেল খুঁজে পাওয়ারও দাবি করে ইসরায়েল। সেই ভিডিওর ভিত্তিতে, সংস্থাটির তহবিলে সহায়তা দান বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডার মতো বড় বড় দাতা দেশগুলো।

অথচ, যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলটির বেশিরভাগ মানুষই খাদ্যসহ জীবন ধারণের সব মৌলিক উপাদানের জন্য নির্ভরশীল ইউএনআরডাব্লিউএ’র ওপর। এমন অবস্থায়, গাজার মানুষদের করুণ পরিস্থিতির প্রতি একচোখা নীতি না অবলম্বনে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply