অনুমতি ছাড়া হজ করলে দিতে হবে জরিমানা

|

অনুমতি ছাড়াই আসন্ন হজ মৌসুম-২০২৪’এ অংশগ্রহণের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সৌদি আরব। দর্শনার্থী ও বাসিন্দাদের ইতোমধ্যে সতর্ক করেছে দেশটির হজ কর্তৃপক্ষ। মূলত হজের সব অনুষ্ঠান মসৃণভাবে সম্পন্ন করার জন্য নেয়া হয়েছে এমন পদক্ষেপ। শনিবার (২৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে সংযুক্ত আরব আমিরাতের সংবাদ মাধ্যম গালফ নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, পাসপোর্টের জেনারেল ডিরেক্টরেটের সাথে দীর্ঘ আলাপের পর সৌদি কর্তৃপক্ষ, হজ প্রবিধান লঙ্ঘনকারী ব্যক্তিদের জন্য জরিমানার ব্যবস্থা করেছে।

হজ ও ওমরাহ মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, প্রয়োজনীয় অনুমতি ছাড়া হজ করা অবৈধ। যথাযথ অনুমতি ছাড়াই হজ যাত্রীদের পরিবহনে ধরা পড়লে অপরাধ হিসেবে গণ্য হবে। এমনকি দেশটির স্থানীয় বাসিন্দা কিংবা দর্শনার্থী হলেও বিনা অনুমতিতে পারবেন না হজে অংশগ্রহণ করতে।

যদি কেউ এই নিয়ম ভঙ্গ করে, সেক্ষেত্রে গুণতে হবে বড় অঙ্কের জরিমানা। সৌদি রিয়ালে মোট ৫০ হাজার। যা বাংলাদেশ টাকায় (প্রতি রিয়াল ২৯ টাকা ২৪ পয়সা হিসাবে) ১৪ লাখ ৬২ হাজার টাকার সমান।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply