জবির ‘ইউনিট-১’ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

|

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) শ্রেণির ১ম বর্ষ ‘ইউনিট-১’ (বিজ্ঞান শাখা) এর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

রোববার রাত ৮টার দিকে চুড়ান্তভাবে এই লিখিত ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় জনসংযোগ তথ্য ও প্রকাশনা দপ্তর এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।

এবার ‘ইউনিট-১’ (বিজ্ঞান শাখা) এর ১ হাজার ১৭৮টি আসনের বিপরীতে ৫ হাজার ৫০৭ জন পরীক্ষার্থীর প্রথম মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।

ফলাফল বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admissionjnu.info) পাওয়া যাচ্ছে।

যে সব শিক্ষার্থী প্রথম মেধা তালিকায় রয়েছে তারা আগামী ১৬ অক্টোবর দুপুর ১২টা থেকে ২০ অক্টোবর রাত ১২টা পর্যন্ত বিষয় পছন্দ (Subject Choice) করতে পারবে। প্রার্থীদেরকে অগ্রাধিকার ভিত্তিতে বিষয় পছন্দ করতে হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply