ভারতে গঙ্গাস্নানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা, নিহত ২২

|

ছবি: এনডিটিভি

ভারতের উত্তরপ্রদেশে গঙ্গাস্নানে যাওয়ার পথে ট্রাক্টর-ট্রলি উল্টে কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছে আরও কমপক্ষে ১০ জন। শনিবার (২৪ ফেব্রুয়ারি) দেশটির উত্তরপ্রদেশের কাশগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

কর্তৃপক্ষ জানায়, গঙ্গাস্নানের উদ্দেশ্যে একটি ট্রাক্টর-ট্রলিতে করে রাজ্যের কেদারগঞ্জে যাচ্ছিলেন তারা। পথিমধ্যে কাশগঞ্জ এলাকায় তাদের বহনকারী ট্রাক্টর-ট্রলি উল্টে একটি পুকুরে পড়ে যায়।

এদিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। পাশাপাশি নিহতদের পরিবারকে ২ লাখ রুপি ও আহতদের ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেয়ারও ঘোষণা দেন।

অপরদিকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানান। এছাড়া, আহতদের বিনামূল্যে চিকিৎসা দেয়ারও নির্দেশ দেন তিনি।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply