ময়মনসিংহ ও টাঙ্গাইলে ‘বন্দুকযুদ্ধে’ দুই জন নিহত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, নিহত একজন মাদক ব্যবসায়ী, অপরজন চরমপন্থি দলের নেতা।
ময়মনসিংহ:
মাদকবিরোধী অভিযানে ময়মনসিংহে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়। গতরাতে আকুয়া দরগাপাড়ায় এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, মাদকবিরোধী অভিযান চলাকালে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে মাদক ব্যবসায়ীরা। পাল্টা গুলি চালালে আহত হয় পায়েল নামে একজন। পরে ময়মনসিংহ মেডিকেলে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত পায়েলের বাড়ি শহরের পুরোহিত পাড়ায়।
টাঙ্গাইল:
টাঙ্গাইলে র্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ আরও একজন নিহত হয়েছে। গতরাতে সদরের দাইন্যা মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।
র্যাবের দাবি, নিষিদ্ধ সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির বেশ কয়েকজন নাশকতার পরিকল্পনায় বৈঠক করছে এমন খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় তারা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে। পাল্টা গুলি চালায় র্যাবও। পরে গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শরিফ ফরহাদ পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি, বলছে র্যাব।
Leave a reply