ভাতিজার শিয়াল ধরার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচার মৃত্যু

|

রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী জেলা সদরের রামকান্তপুর ইউনিয়নে ভাতিজার মুরগীর খামারে পেতে রাখা বৈদ্যুতিক শেয়াল ধরার ফাঁদে জড়িয়ে মফিজ মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মফিজ মিয়া রামকান্তপুর ইউপির ৩নং ওয়ার্ডের আমানুল্লাহ মিয়ার ছেলে।

আজ সোমবার (১৫ অক্টোবর) সকালে রামকান্তপুর ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামে মফিজের মৃতদেহ দেখে স্থানীয়রা।

রামকান্তপুর ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ হারেজ সেখ জানান, মফিজ একজন মাছ চাষী। রাতে ভাতিজা অপুর মুরগীর খামারের পাশেই তার পুকুরে মাছ পাহারা দিতে গেলে ভাতিজার মুরগীর খামারে পেতে রাখা বৈদ্যুতিক শেয়াল ধরার ফাঁদে জড়িয়ে তার মৃত্যু ঘটেছে।

যমুনা অনলাইন: আরএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply