ন্যাটোর সদস্য হচ্ছে সুইডেন

|

অবশেষে সামরিক জোট ন্যাটোয় যোগদান নিশ্চিত করলো সুইডেন। শেষ বাধা হাঙ্গেরিও অনুমোদন দিয়েছে দেশটির সদস্যপদ ইস্যুতে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা এপি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সোমবার হাঙ্গেরির পার্লামেন্টে হয় এ বিষয়ক ভোটাভুটি। ১৮৮-৬ ভোটে পাস হয় বিলটি। পার্লামেন্টে অনুমোদনের পর এবার বিলটিতে স্বাক্ষর করবেন প্রেসিডেন্ট। পার্লামেন্টের সিদ্ধান্তের পর ‘ঐতিহাসিক দিন’ বলে আখ্যা দিয়েছেন সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিসটারসন।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর জেরে ন্যাটোয় সদস্যপদের আবেদন করে সুইডেন। সামরিক জোটে যোগদানের জন্য সদস্য সবগুলো দেশের অনুমোদন প্রয়োজন। সুইডেন-হাঙ্গেরি কূটনৈতিক টানাপোড়েনের জেরে এতদিন ঝুলন্ত ছিল বিষয়টি। ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেন, হাঙ্গেরির সিদ্ধান্তের কারণে আরও শক্তিশালী ও নিরাপদ হলো সামরিক জোট।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply