থাইল্যান্ডে শুরু ‘কোবরা গোল্ড’

|

ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে শুরু হলো এশিয়ার সবচেয়ে বড় সামরিক মহড়া। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দেশটির পূর্বাঞ্চলে আনুষ্ঠানিক সূচনা হয় ‘কোবরা গোল্ড’-এর। জানিয়েছে গণমাধ্যম খাওসোদ ইংলিশ।

চলতি বছরও এই মহড়ায় অংশ নিচ্ছে ৩০টি দেশ। দীর্ঘ মহড়া চলবে ৮ মার্চ পর্যন্ত। ১১ দিনব্যাপী সামরিক প্রশিক্ষণে অংশ নেবে ৯ হাজারের বেশি সেনা। সেনা, নৌ এবং বিমান, তিন বাহিনীর সদস্যদের সমন্বয়ে চলবে মহড়া। ট্যাংক, সাজোয়া যান, উভচর যান, যুদ্ধবিমান ও যুদ্ধ জাহাজ নিয়ে অংশ নেবে বিভিন্ন দেশের সেনারা।

১৯৮২ সালে শুরু হয় কোবরা গোল্ড মহড়া। এটির উদ্দেশ্য হলো জ্ঞান, দক্ষতা ও সামরিক প্রযুক্তির আদান-প্রদানের মাধ্যমে অংশগ্রহণকারী দেশের সৈন্যদের সামর্থ্য বৃদ্ধি করা।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply