এক দুই বা তিনদিন নয়। হ্যাঁ এক চার্জেই ফোন চলবে সপ্তাহ! এমনই ফোন বাজারে আনতে চলছে মোবাইল কোম্পানি এনার্জাইজার। তাদের দাবি, ব্যাটারির আকার বড় হওয়ায় এই স্মার্টফোনে আইফোনের তুলনায় মিলবে তিনগুণ বেশি ব্যাকাপ। ফোনটির নাম এনার্জাইজার হার্ড কেস পি২৮কে।
প্রায় ৩ সেন্টিমিটার পুরু এই স্মার্টফোনের ওজন ৫০০ গ্রামের কাছাকাছি। ফোনটি একবার সম্পূর্ণ চার্জ হতে সময় লাগবে দেড় ঘণ্টা। একবার চার্জে টানা ১২২ ঘণ্টা কথা বলা যাবে। আবার ফোনটি ব্যবহার করা না হলে তিন মাসের বেশি সময় সচল থাকবে ব্যাটারি।
ফোনের পর্দার উজ্জ্বলতা কম রাখলে স্মার্টফোনটিতে টানা ১১ ঘণ্টা ওয়েবসাইট দেখা যায়। ফোনটিতে আছে ২৮ হাজার এমএএইচের ব্যাটারি। এত বড় ব্যাটারি হওয়ায় এর স্ট্যান্ডবাই সময় ২ হাজার ২৫২ ঘণ্টা।
ফোনটিতে দেয়া হয়েছে ৬০ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর, ২০ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর। এতে ব্যবহার করা হয়েছে, ৮ গিগাবাইটের র্যাম, ২৫৬ জিবি মেমরি। দাম ধরা হয়েছে ২৫০ মার্কিন ডলার। এটি ২০২৪ সালের অক্টোবর মাসে বাজারে আসবে বলে জানানো হয়েছে।
এটিএম/
Leave a reply