এবার চট্টগ্রামে ভয়াবহ আগুন

|

প্রতিকী ছবি।

চট্টগ্রাম ব্যুরো:

ঢাকার পর এবার চট্টগ্রামের বাকলিয়াতে একটি নির্মাণাধীন ভবনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। তাজা মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ লিমিটেড নামের ফল সবজি, মাছ এবং মাংসের হিমাগারে এই আগুন লাগে।

আরও পড়ুন: আগুনের শিখায় বিষাদগ্রস্ত ‘২৯ ফেব্রুয়ারি’

শুক্রবার (১ মার্চ) বেলা ১১টার দিকে নগরীর এক্সেস রোডের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পাশের তিন তলা ভবনটিতে এই আগুনের সূত্রপাত হয়। ছুটির দিন হওয়ায় ভবনটিতে কোনো কর্মচারী নেই। ভবনটির চারপাশে জানালা না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের।

চট্টগ্রামের আগ্রাবাদ ফায়ার সার্ভিসে অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আবদুল মালেক জানান, আগুন নিয়ন্ত্রণে সাতটি ইউনিট কাজ করছে। এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটের দিকে এ আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনের প্রাণ গেছে। এছাড়া, হাসপাতালে চিকিৎসাধীন ১২ জনও শঙ্কামুক্ত নন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply