সন্তান ও স্বজনদের বাঁচিয়ে মারা যাওয়া এশার দাফন সম্পন্ন

|

পিরোজপুর প্রতিনিধি :

ছয় বছরের ছেলে আরহাম, ভাইয়ের স্ত্রী লামিয়া তাবাসসুম এবং তার দুই মেয়ে আয়রা ও নাবাকে নিয়ে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বেইলি রোডের ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টে খেতে যান তানজিলা এশা। নিচে আগুন লাগার খবর পেয়ে কাচ্চি ভাইয়ের জানালা ভেঙে নিজের ছেলে ও ভাইয়ের স্ত্রী সন্তানদের আগুন থেকে বের করে দিতে পারলেও নিজে আর বের হতে পারেননি। ফলে ভয়াবহ আগুন মারা যান তিনি।

গতরাতেই তানজিলা এশার খালাতো ভাই তৌকির মুজিব ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিট থেকে মরদেহ শনাক্ত করেন। নিথর তানজিলা বাড়ি ফিরেছেন লাশবাহী হিম গাড়িতে। নিহত তানজিলা এশা (৩০) পিরোজপুরের নড়াইল পাড়া এলাকার নাদিম আহমেদের স্ত্রী ও পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান সালমা রহমান হ্যাপির ভাগ্নি।

নিহত তানজিলা এশার খালাতো ভাই তাহসান আহমেদ শাহিল জানান, বৃহস্পতিবার রাতে কাচ্চি ভাইয়ে খেতে যান তানজিলা তিশা। সঙ্গে ছিল তার ৬ বছরের ছেলে আরহাম। খালাতো ভাই তানভীর মুজিবের স্ত্রী লামিয়া তাবাসসুম ও তার দুই মেয়ে আয়রা ও নাবা। তিনি বাকিদের সেই আগুন থেকে বাঁচাতে পারলেও নিজে পারেননি।

তার লাশ গ্রামের বাড়িতে নেয়া হয়েছে। আজ শুক্রবার আসর নামাজের পর জানাজা শেষে তাকে দাফন করা হয়।

আরআইএম/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply