থাইল্যান্ড,দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক মহড়া

|

উত্তর কোরিয়ার সাথে চলমান উত্তেজনার মধ্যেই থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র চালিয়েছে ব্যাপক সামরিক মহড়া। শুক্রবার (১ মার্চ) এক প্রতিবেদনে ইউরো নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, কোবরা গোল্ড মহড়ার অংশ হিসেবে শুক্রবার এই সমর শক্তির প্রদর্শনী চালায় দেশ তিনটি। থাইল্যান্ডের পূর্বাঞ্চলে আয়োজিত মহড়ায় যুদ্ধ জাহাজ, ফাইটার জেট ও হেলিকপ্টার নিয়ে যুদ্ধের কৌশল প্রদর্শন করেন তিন দেশের সেনারা। পাশাপাশি বিপুল সংখ্যক সেনাও অংশ নেয় আয়োজন।

আয়োজকদের দাবি, এটিই এশিয়ার সবচেয়ে বড় সামরিক মহড়া। মঙ্গলবার শুরু হওয়া সমর শক্তি প্রদর্শনীর এই আয়োজনে অংশ নিচ্ছে ৩০টি দেশ। দীর্ঘ মহড়া চলবে আগামী শুক্রবার (৮ মার্চ) পর্যন্ত। ১১ দিন ব্যাপি সামরিক প্রশিক্ষণে অংশ নেবে ৯ হাজারের বেশি সেনা। এর আগে, ১৯৮২ সালে শুরু হয় কোবরা গোল্ড মহড়া।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply