তাইওয়ানের টেলিকম কোম্পানির তথ্য চুরি করে ডার্কওয়েবে বিক্রি করলো হ্যাকাররা

|

পৃথিবীতে সাইবার আক্রমণের শিকার হওয়া দেশগুলোর অন্যতম তাইওয়ান। এবার দেশটির সবচেয়ে বড় টেলিকম কোম্পানির গ্রাহকদের তথ্য চুরি করে ডার্ক ওয়েবে বিক্রি করেছে হ্যাকাররা। এমনকি চুরি করা হয়েছে স্পর্শকাতর সামরিক তথ্য। দেশটির প্রতিরক্ষা বিভাগ থেকে জানানো হয়েছে তথ্য।

এছাড়া ঘটনাটি নিশ্চিত করে দেশটির একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হয়েছে প্রতিবেদন। সেখানে বলা হয়েছে, চাংহুয়া টেলিকম কোম্পানির গ্রাহকদের তথ্য চুরি করেছে একদল হ্যাকার। প্রায় ১ দশমিক ৭ গিগাবাইটের ডাটা বিক্রি করা হয়েছে ডার্কওয়েবে। এতে রয়েছে পররাষ্ট্রমন্ত্রণালয়সহ দেশটির নানা সরকারি গুরুত্বপূর্ণ তথ্য।

ডিজিটাল তথ্য বিশ্লেষকদের দাবি, এই সাইবার হামলার সাথে নানা চীনা বৈশিষ্টের মিল পাওয়া যাচ্ছে। তবে হ্যাকারদের অবস্থান এখন পর্যন্ত শনাক্ত করতে পারেনি তাইপে। চাংহুয়া টেলিকম এ ঘটনার তদন্ত করছে বলে জানিয়েছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, হ্যাকিংয়ের কোনো প্রভাব গ্রাহক পরিষেবায় পড়েনি।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply