রমজানের শুরুতেই কার্যকর হবে যুদ্ধবিরতি: বাইডেন

|

রমজানের শুরু থেকেই হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে। আবারও এমন আশাবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার (১ মার্চ) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাইডেন দাবি করেন, হামাস ও ইসরায়েলের সাথে এ ইস্যুতে আলোচনায় আরও অগ্রগতি হয়েছে। রমজান মাসের শুরু থেকে ৪০ দিনের জন্য বন্ধ থাকবে হামলা, এমন কথা বলা হয় চুক্তিতে।

প্রতি ১০ জন ফিলিস্তিনি কারাবন্দীর মুক্তির বিনিময়ে ছাড়া পাবে ১ জন ইসরায়েলি জিম্মি। শুক্রবার মধ্যস্থতাকারী মিসরও জানিয়েছে ইতিবাচক কথা। জানায়, গত সপ্তাহে প্যারিসের বৈঠকে যুদ্ধবিরতি চুক্তির অনেকটা কাছাকাছি পৌঁছেছে দু’পক্ষ।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply