ফিলিস্তিনের সমর্থনে দেশে দেশে বিক্ষোভ

|

গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে ফুঁসে উঠেছে গোটা বিশ্ব। শনিবার (২ মার্চ) দেশে দেশে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করেছে সাধারণ মানুষ। এক প্রতিবেদনে আরব সংবাদ মাধ্যম আল মায়াদিন এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হ্য়, ফিলিস্তিনের পতাকা হাতে লন্ডনে জড়ো হয় হাজারও মানুষ। এসময় তাদের হাতে ছিলো যুদ্ধবিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড। দাবি, দ্রুত গাজায় বন্ধ করতে হবে বর্বরতা।

একই দাবিতে বিক্ষোভ করে কিউবার সাধারণ মানুষও। ফিলিস্তিনের পতাকা হাতে ও মাথায় কেফিয়াহ বেঁধে যুক্তরাষ্ট্র দূতাবাসের সামনে জড়ো হয় তারা। যুদ্ধবিরতি কার্যকরে শিগগিরই প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানায় তারা।

এদিকে ব্যাপক বিক্ষোভ হয়েছে মালয়েশিয়ায়ও। নেতানিয়াহুবিরোধী স্লোগানে প্রকম্পিত হয় রাজপথ। ইসরায়েলি বাহিনী কর্মকাণ্ডকে নাৎসি বাহিনীর সাথেও তুলনা করে বিক্ষোভকারারীরা। বিক্ষোভে অংশগ্রহণ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কন্যা নুরুল ইজ্জার আনোয়ারও।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply