অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় টাঙ্গাইলে ৪ রেস্তোরাঁকে জরিমানা

|

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:

টাঙ্গাইলে অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় চার রেস্তোরাঁকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৩ মার্চ) বিকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করে সদর উপজেলা প্রশাসন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মোহাম্মদ আলীর নের্তৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ইনস্পেক্টর রবিউল ইসলামসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান বিন মোহাম্মদ আলী বলেন, শহরের বিনিময়ে রেস্তোরাঁ ও বহুতল ভবনে প্রশাসনের নিয়মিত অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় শহরের সুগন্ধা রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা, সুরুচি রেস্টুরেন্টকে ১ লক্ষ টাকা, ছেফাত রেস্তোরাঁকে ১০ হাজার টাকা ও ঝাউবন রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ইনস্পেক্টর রবিউল ইসলাম বলেন, যাদের ভবন ও রেস্তোরাঁয় অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply